নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব সাতঘরিয়া পাড়ার সুরুত আলম ও মৃত জমিলা খাতুন'র পুত্র নুরুল আমিন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ২ জানুয়ারি এসআই নিক্সন চৌধুরীর নেতৃত্বে রামু থানা পুলিশের একটি টিম কক্সবাজার -টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথার চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার পায়ের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পোটলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পোটলার ভেতরে ৯টি পলিজিপার প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮