নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৪০) নামে এক টমটম চালককে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুলালির জুম এলাকার বাসিন্দা আব্দুস সালাম বৈদ্যের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় টমটম নিয়ে ভাড়ায় বের হন বাবুল। কিছু সময় পর দক্ষিণ মিঠাছড়ির চৌধুরী পাড়া এলাকার একটি ফসলি জমিতে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে গলা কেটে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বাবুলকে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তার ব্যবহৃত টমটমটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ধারণা, গাড়িটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন, ছিনতাই হওয়া টমটম উদ্ধার এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে রশিদনগর ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮