নুর মোহাম্মদ,কক্সবাজার
কক্সবাজারের রামু থানাধীন হিমছড়ি পুলিশ ফাড়ির এএসআই (নিঃ) আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ সিএনজি যোগে রাত্রীকালীন ডিউটি করার সময় দেশিয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করে।
জানা যায়, রামুর খুনিয়াপালং এর শফি আলম মেম্বারের রাস্তার মাথায় কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের উপর ২৩ এপ্রিল রাত সাড়ে ৩টায় টহলরত ডিউটি সিএনজি গাড়ির সামনে এসে একদল ডাকাত গ্রুপ ব্যারিকেড সৃষ্টি করে। রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় ডাকাতির প্রস্তুতিকালে খুনিয়া পালং ৩ নং ওর্য়াড়ের মৃত সৈয়দ আহনদের পুত্র ডাকাত আব্দুর ছফুর (৩৫) কে ধৃত করেন।
ডাকাতদের ফেলে যাওয়া ১টি কিরিচ, ২টি ধারালো দা, ৫টি লোহার রড, ১টি চাইনিজ টিপ ছুরি এবং ২টি লাঠি ঘটনাস্থল থেকে জব্দ করেন পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮