নুর মোহাম্মদ, কক্সবাজার
বেসরকারী সংস্থা প্রত্যাশী, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহায়তায় “অ্যাক্টিভিটি ৪ স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সহনশীলতা তৈরির” আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য একটি প্রকল্প সূচনা সভার আয়োজন করে সোমবার ১৯ মে রামু উপজেলা প্রশাসনের হিমছড়ি কনফারেন্স রুমে।
উক্ত সভার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিওর প্রতিনিধি, রামু প্রেস ক্লাব সভাপতি/ সম্পাদক এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ গুরুত্বপূর্ণ অংশীজনরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো কৌশলগত সম্পৃক্ততা, সক্ষমতা উন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সহনশীলতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে শুরু হয়, প্রকল্প সমন্বয়কারীর স্বাগত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়। এতে সহযোগিতাপূর্ণ মনোভাব ফুটে ওঠে।
প্রকল্পের লক্ষ্য, প্রত্যাশীর ভূমিকা এবং রামুতে (ডব্লিউএফপি)'র সহনশীলতা বৃদ্ধির কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
প্রকল্প সমন্বয়কারী অ্যাক্টিভিটি-৪ এর মূল উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এক বিশেষ সেশনে কক্সবাজারে (ডব্লিউএফপি)'র রেজিলিয়েন্স অ্যাক্টিভিটির ওপর আলোকপাত করা হয়, যা অঞ্চলে টেকসই উন্নয়নের প্রতি (ডব্লিউএফপি)'র দীর্ঘমেয়াদী অঙ্গীকার তুলে ধরে।
সমাপনী বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং সবার সহযোগিতায় প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য আহ্বান জানান।
এই উদ্বোধনী সভার মাধ্যমে রামু উপজেলায় স্থানীয় জনগণের সহনশীলতা ও টেকসই সক্ষমতা গঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যা (ডব্লিউএফপি)'র অর্থায়নে পরিচালিত উদ্যোগের অধীনে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮