নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুর ৩০ বিজিবি মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার মোঃ হাবিব উল্লাহ'র পুত্র মোঃ সৈয়দ নূর (২২)।
২০ ডিসেম্বর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে টহল দলটি একটি সন্দেহজনক ইজিবাইক থামায়।
তল্লাশিতে যাত্রীর বসার সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮