নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিএফ) এর ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ডিসেম্বর) পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), রামু'র কার্যালয়ে কক্সবাজার অঞ্চলের ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী ৫জন উপকার ভোগীর হাতে মোট ১লক্ষ ৪০হাজার টাকার ঋণ বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঋণ গ্রহীতাদের ঋণের টাকা যথাসম্ভব সঠিক উপায়ে কাজে লাগাতে হবে। পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে 'পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন' (পিডিবিএফ) ১৯৯৯ সাল হতে পল্লীর মানুষদের দ্বারে দ্বারে সরকারি সেবা প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরো বলেন, সংস্থাটি পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায়ের মাধ্যমে রামু উপজেলায় সেপ্টেম্বর মাস হতে যে কার্যক্রম শুরু করেছে রামু উপজেলার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে অগ্রণী ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮