নুর মোহাম্মদ কক্সবাজার,
কক্সবাজারের রামুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শিক্ষার্থী নিখোঁজ।
নিখোঁজ হলো কক্সবাজার জেলার রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকার আনসার উল্লাহর পুত্র আবদুল হামিদ ছমির, বাংলাবাজার মুক্তারকুল কলিম উল্লাহ'র পুত্র উমর ফারুক ইমন, রামু বাইপাস'র সৈয়দ উল্লাহ'র পুত্র সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলাম'র পুত্র মোস্তফা কামাল।
পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই ২০২৫) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারগুলো মর্মাহত হয়ে পড়েছে এবং সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮