নুর মোহাম্মদ কক্সবাজার,
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডেঙ্গু ভাইরাস জনিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক আলোচনা সভা রামুর দক্ষিণ মিঠাছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ জুলাই উমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রাখেন ডিএসকের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহিন।
দক্ষিণ মিঠাছড়ি শিশু সুরক্ষা কমিটির আয়োজনে ও ডিএসকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন শিশু সুরক্ষা কমিটি সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। সচেতনতা মূলক সভায় আরো আলোচনা করেন ডিএসকের কাউন্সেলিং অফিসার ফাইজা সাদিয়া ও প্রিয়া বড়ুয়া। এসময় ২২০ জন নারী পুরুষ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা কালে বক্তারা বলেন সময়মতো পরিষ্কার-পরিচ্ছন্নতার পদক্ষেপ না নেওয়ার কারণে এডিস মশার উপদ্রব ক্রমান্বয়ে বেড়েই চলে।
যে কোনো দুর্যোগেই জনসচেতনতা দুর্যোগকে সহনীয় মাত্রায় রাখতে ব্যাপক ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধকল্পে আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি।
এসময় শিশু সুরক্ষা কমিটি, আত্মসহায়ক দল ও যুবদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮