নুর মোহাম্মদ, কক্সবাজার:
স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও স্থিতিশীলতা বজায় রাখা প্রকল্পের কক্সবাজারের রামুতে বার্ষিক অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকের) আয়োজনে বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রামু উপজেলা বাঁকখালী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রকল্পের অর্জন, শেখা অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ডিএসকে এর যুগ্ম-পরিচালক (প্রকল্প) প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে ও টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, খুনিয়া পালং ইউপি সদস্য জানে আলম, ইউপি সদস্য আবু রায়হান নসরুল্লা, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, খালেদ শহীদ, আবুল কাশেম, নুর মোহাম্মদ, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মাদ্রাসা সুপার ফখরুল ইসলাম, এছাড়াও কর্মশালায় প্রকল্পের উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।
এ প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের লক্ষ্যে আত্ম-সহায়ক দল গঠন, ক্লাস্টার লেভেল অ্যাসোসিয়েশন ও ফেডারেশন তৈরি, শিশু সুরক্ষা ও মনোসামাজিক সহায়তা প্রদান, সামাজিক সম্প্রীতি জোরদারকরণ, যুবদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নসহ সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
কর্মশালায় প্রকল্পের বার্ষিক অগ্রগতি নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মোঃ মর্তুজ আলী। এসময় প্রকল্পের সাফল্য, চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের দিকগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ নারী উন্নয়ন, শিশু সুরক্ষা, যুবদের ইতিবাচক পরিবর্তন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালার বাস্তাবায়ন সহযোগিতায় ছিলেন নাছিমা শাহীন, টেকনিক্যাল ম্যানেজার (সিপি)ও প্রকল্প টিম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮