প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৭:১৪ পি.এম
রামুতে ডিএসকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

নুর মোহাম্মদ, কক্সবাজার
ডিএসকের উদ্যোগে শিশু অধিকার ও দায়িত্ববাহকদের পরিস্থিতি বিশ্লেষণ সার্ভের ফাইন্ডিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর আয়োজনে বুধবার ২১ মে কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি কনফারেন্স রুমে দিনব্যাপী শিশু অধিকার ও দায়িত্ববাহকদের পরিস্থিতি বিশ্লেষণ সার্ভের ফাইন্ডিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালায় রামু উপজেলার সরকারী, বেসরকরি প্রতিষ্ঠান, সাংবাদিক এবং খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যর, সিএলএর নারী সদস্য, যুবরা অংশগ্রহণ করেন।
শিশু অধিকার ও দায়িত্ববাহকদের পরিস্থিতি বিশ্লেষণ সার্ভের মাধ্যমে কক্সবাজার এলাকার রোহিঙ্গা ও স্থানীয় কমিটির মধ্যে শিশুর অবস্থা বুঝার জন্য সার্ভে করা হয়। শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত সার্ভে থেকে পাওয়া তথ্য এই কর্মশালায় উপস্থাপন করা হয়।
কর্মশালার উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। সার্ভের ফাইন্ডিং শেয়ারিং করেন কনসালটেন্ট-এর পক্ষে প্রিতম কুমার সাহা। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-প্রধান কার্যালয় থেকে বক্তব্য রাখেন যুগ্ন পরিচালক প্রদীপ কুমার রায়।
কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করেন।
রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের বিভিন্ন পর্যয়ের কর্মকতা ও কর্মীবৃন্দ, সিনিয়র সাইকোলজিষ্ট সোয়াইব হোসেন, চঞ্চলা পাল (টেকনিক্যাল ম্যানেজার, আত্ম-সহায়ক দল), শফিকুল ইসলাম (টেকনিক্যাল ম্যানেজার, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ)।
এই আয়োজন সফল করতে প্রকল্পের অন্যান্য সহকর্মীবৃন্দ অমিত চন্দ্র সরকার, ফাইজা সাদিয়া, ও রিয়াজ উদ্দিন নিরলসভাবে সহায়তা করেন। এই কর্মশালা শিশু অধিকার নিশ্চিত করতে দায়িত্ববাহকদের উদ্যোগকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২