নুর মোহাম্মদ, কক্সবাজার:
রামু উপজেলায় ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা স্বৈরাচার সরকারের রোষানলে পরে কারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের নিয়ে গত ১৬ ডিসেম্বর ২৫ ইং রামু উপজেলা শহীদ মিনার চত্বরে আহমদ ছৈয়দ ফরমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য বাখেন কারা নির্যাতিতদের মধ্যে মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু , এইচ এম বদিউর রহমান বদি, নাছির উদ্দিন, আরিফুল ইসলাম নয়ন প্রমুখ।
সভাশেষে সবার সম্মতিক্রমে মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু আহবায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যার নাম করণ করা হয়েছে "গণতান্ত্রিক আন্দোলনে কারা কারানির্যাতিত পরিষদ রামু"।
এতে কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, এইচ এম বদিউর রহমান বদি, ডাঃ সফিকুর রহমান, রবিউল হাসান পারভেজ, নুরুল আজিম রিপন, সদস্য এস.এম ফরিদুল আলম, আবুল কাসেম, আহমদ ছৈয়দ ফরমান, নুরুল ইসলাম প্রমুখ।
উক্ত কমিটি আগামী এক মাসের মধ্যে রামু উপজেলার ১১টি ইউনিয়নের কারা নির্যাতিতদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮