
নুর মোহাম্মদ, কক্সবাজার
কক্সবাজার জেলার রামুতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার ১৭ মে রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন চৌমুহনী স্টেশনে দক্ষিণে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে।
উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।
আটকরা হলো উত্তর শ্রীকুল ৫ নং ওয়ার্ডের মৃত নুরুন নবীর পুত্র মোঃ কামাল (৩০) ও পূর্ব মেরংলোয়া ৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম’র পুত্র নুরুল হুদা (৩২) তারা দুইজনই ফতেখাঁরকুল ইউনিয়নের বাসিন্দা।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে পাঁচ হাজার করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।