নুর মোহাম্মদ- কক্সবাজার।।
কক্সবাজারের রামুতে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অপহরণের শিকার শিশু আফিয়া জান্নাত আরোয়া’কে উদ্ধার করলো র্যাব ১৫ আভিযানিক দল। এসময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অফিসের চর- সিকদার পাড়া এলাকার মোঃ নুরুল আবছার-র পুত্র হাসনাইনুল হক প্রকাশ নাঈম -২৩- ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুস ছোবহান'র পুত্র মোঃ শাহীন -২৫-।
জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দু’জন বন্ধু এবং গ্রেফতারকৃত হাসনাইনুল হক প্রকাশ নাঈম ভিকটিম আফিয়া জান্নাত আরোয়া’র আপন চাচা।
র্যাব-১৫ জানায় ১০ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এমদাদুল উলুম মাদ্রাসা গেইটের সামনে থেকে আফিয়া জান্নাত আরোয়া -৮- অপহরণের শিকার হয়েছে। অপহৃত শিশু ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের অফিসের চর সিকদারপাড়া এলাকার আনোয়ারুল হকের মেয়ে। তার পিতা জানান 'আরোয়া' স্থানীয় নূরানী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।
ভিকটিমের মায়ের মোবাইল নম্বরে কল করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে খুন করে লাশ গুম করে ফেলার হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করে।
র্যব ১৫'র সংবাদ সুত্রে আরো জানাগেছে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাদের অবস্থান পরিবর্তন করে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবস্থান অবগত হয়ে ১২ নভেম্বর সদর থানার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুসহ দুইজন অপহরণকারীকে গ্রেফতার করে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। র্যব ১৫ সংবাদ সুত্রে বুধবার ১৩ নভেম্বর এসব তথ্য জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮