প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:২৫ এ.এম
রামগঞ্জ শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উপহার সামগ্রী বিতরণ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
দুর্যোগ দুঃসময়ে আমরা থাকবো পরস্পরের পাশে, আমরা একক পরিবারভূক্ত-শ্লোগানে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে উক্ত বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
করা হয়েছে।
আজ সকাল ১০টায় করপাড়াস্থ শ্যামপুর দায়রা শরীফের সম্মুখ হতে উক্ত উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ফোরামের সদস্য সচিব লায়ন নূর আলম বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন হাবিব সোপতু-সৈয়দ গোলাম জামাল উদ্দিন বাকের- হিরণ কাজী- ফারুক হোসেন- শহীদ পাটোয়ারী- মঞ্জু- কাউসার হামিদ- আবদুল হান্নান- শাহ আলম- সাব্বির আল সাফা-রাজু পাঠান-মনোয়ার-সৈয়দ শাহ জকি উদ্দিন শাহের প্রমুখ।
উক্ত উপহার সামগ্রী বিতরণে আর্থিক ও সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন ফোরামের আহবায়ক গোলাম মওলা মিন্টু- গোলাম রাজ্জাক আরিফ- ড. শফিউল মওলা খালেদ- লিয়াকত আলী-জাহাঙ্গীর আলম-খোয়াজ-মমতাজ বেগম-মনোয়ার হোসেন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২