প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৮:৩৫ পি.এম
রামগঞ্জ বাসির জন্য সুখবর শীঘ্রই রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক স্ট্যান্ডার্ড ২ লেন এ উন্নীত হচ্ছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
দক্ষিণাঞ্চল তথা লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জবাসীর বহু প্রতিক্ষীত রামগঞ্জ হাজীগঞ্জ সড়কটি (স্ট্যান্ডার্ড ২ লেন) প্রশস্ত করনের জন্য স্টেকহোল্ডার সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রাজনীতিবিদ, শিক্ষক, পরিবেশ ও সমাজকর্মীসহ সুধীজনদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে সভায় উক্ত সড়কের দুই কিলোমিটার অংশের (রামগঞ্জ জোড় কবর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত) ৩৪ কিলোমিটার পিচঢালাই বিষয়ে বিশদ আলোচনা করেন সড়ক ও জনপথ বিভাগের কনসালটেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্ট আয়োজিত লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর (জেড ১৪২২) সড়কটি স্ট্যান্ডার্ড ২ লেন প্রশস্ত করনের জন্য এ সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, জেলা বিএনপি নেতা আবদুর রহিম ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা।
সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে লক্ষ্মীপুর, রামগঞ্জ, হাজীগঞ্জ ও গৌরিপুর পর্যন্ত পুরো সড়কটি স্ট্যান্ডার্ড ২ লেন এর আওতায় আসবে। প্রাথমিকভাবে ২কিলোমিটার অংশের (রামগঞ্জ জোড় কবর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত) সড়কটি ৩৪ফুট পিচঢালাই হবে। ৩৪ ফুটের মধ্যে ২৪ ফুট দ্রুত গতি ও দুরপাল্লার পরিবহনের জন্য এবং সড়কের দুই পাশে ১০ ফুট সিএনজি, রিক্সা ও পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২