প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:৫৭ পি.এম
রামগঞ্জ প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ময়লা ফেলার জন্য ডাস্টবিন বিতরণ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
ঐতিহাসিক বিরেন্দ্র খাল পরিস্কার করার পরে খালে যেন আর কেউ ময়লা না ফেলে সে জন্য রামগঞ্জ উপজেলার নবাগত সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ মামুন রামগঞ্জ- সোনাপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে পাঁচ শতাধিক ডাস্টবিন বিতরন করেন।
উল্লেখ্য যে- সাম্প্রতিক সময়ে রামগঞ্জ উপজেলাব্যপি বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়ে রামগঞ্জের সাড়ে ৪লাখ মানুষ।প্রচন্ড বৃষ্টিতে অধিকাংশ ইউনিয়নে দেখা দেয় জলাবদ্ধতা। স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার লক্ষে জেলা প্রশাসন- উপজেলা প্রশাসনসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খালের বাঁধ ও বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে দেয়।
রামগঞ্জ-মৌলভী বাজার ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা রামগঞ্জ শহরবাসীকে অভিশাপ মুক্ত করতে রামগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারের উদ্যােগ গ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার -সাবেক- মোছা. শারমিন ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশের সার্বিক তত্বাবধানে খাল পরিস্কার কার্যক্রমে নেমে পড়ে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের সদস্যরাসহ সমেষপুর ছাত্র ফোরাম ও সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর।
আজ বৃহস্পতিবার বিরেন্দ্র খালের পরিস্কারকৃত অংশের ব্যবসায়ীদের মাঝে রামগঞ্জ পৌরসভার অর্থায়নে বিতরণ করা হয় ডাস্টবিন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এডিসি -জেনারেল- জেপি দেওয়ান- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা ও মৌলভী বাজারের ব্যবসায়ী রাজন ও মাসুম বিল্লাহর কাছে ২০টি বড় আকৃতির ডাস্টবিন হস্তান্তর করেন।
এসময় প্রধান অতিথি জানান, পৌরসভার পক্ষ থেকে পুরো এলাকায় প্রায় ৪হাজার ছোট বড় ডাষ্টবিন বিতরণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২