লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস–২০২৫ উদযাপনের অংশ হিসেবে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম দুপুর ১২ টায় এ মেলার উদ্বোধন করেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আবদুল জলিল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল্লা আস শামস,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম মেলা উদযাপন কমিটির সদস্য সাংবাদিক মাহমুদ ফারুক, সমীর রঞ্জন সাহা, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, মাসুম রহমান রুবেল, রাসেল মাহমুদ, কনক মজুমদার, রেদোয়ান সালেহীন নাঈম, মোঃ মামুন মোল্লা, শেখ আবদুল হান্নান ও শাহাদাত হোসেন সবুজ।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলাবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ২৫টি স্টল রয়েছে। মেলায় নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার রয়েছে।
আয়োজকবৃন্দ জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলার কার্যক্রম চলমান থাকবে। এছাড়া প্রতিদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেলায় শিশুদের জন্য রয়েছে আকর্ষনীয় রাইডের ব্যবস্থা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮