প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৪, ২:২০ পি.এম
রামগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১।।
মোঃমাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ছালা উদ্দিন মনা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ছালা উদ্দিন ওরফে মনা -৩৫- সোনাপুর গ্রামের মুকবুল আহম্মেদের ছেলে।
রামগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ হেলাল খাঁন জানান- রামগঞ্জ থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক মোঃ কিবরিয়াসহ মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ পৌর এলাকার সোনাপুর থেকে কৌশলে ছালা উদ্দিন ওরফে মনাকে আটক করি। পরে তার দেয়া তথ্যমতে ১ নং ওয়ার্ড সোনাপুর গ্রামের মুকবুল আহম্মেদের রান্নাঘরের লাকড়ীর নিচ থেকে বিশেষভাবে প্যাকেটজাতকৃত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান- গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর গ্রামের মুকবুল আহম্মেদের ছেলে ছালা উদ্দিন ওরফে মনাকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে রান্নাঘরের লাকড়ির নিচ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটিতে দুই কেজি করে গাঁজা ছিলো। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪লাখ টাকা বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এ ব্যপারে রামগঞ্জ থানায় গ্রেফতারকৃত ছালা উদ্দিন ওরফে মনার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২