প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৩৭ এ.এম
রামগঞ্জে হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
চলতি বছরের ভয়ঙ্কর ৫ আগষ্টের দিন রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণ শ্রমিক লীগ নেতা জসিম ও তার ভাইদের হাতে নির্মম ভাবে নিহত মনির আটিয়া হত্যা মামলার মূল আসামি জসিম উদ্দিনকে -৪৮- গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
আজ বুধবার সকালে মাদারিপুর জেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। জসিম উদ্দিন রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামের সেলিম আটিয়া বাড়ির মৃত হারুন আটিয়ার ছেলে। এছাড়া তিনি শ্রমিকলীগের রামগঞ্জ উপজেলা -একাংশ- শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
মনির আটিয়ার স্ত্রী তাছলিমা বেগম জানান-তার স্বামী মনির হোসেন আটিয়ার সাথে পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির আওয়ামীলীগ নেতা জসিম আটিয়া, নাসির আটিয়া ও কামাল আটিয়াদের বিরোধ চলে আসছে।
২০২৪ইং সনের ৫ আগষ্ট রাতে সোনাপুর চৌরাস্তা মসজিদে এশার নামাজ পড়ে বের হয়ে বাড়ি আসার পথে প্রকাশ্যে আমার স্বামীর পথরোধ করে জসিম আটিয়াসহ কয়েকজন। তর্কবিতর্কের এক পর্যায়ে জসিম আটিয়াসহ ৫-৭জন লাঠিসোটা নিয়ে তার স্বামীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় স্থানীয়রা ছুটে আসলেও তার স্বামীকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে নিকটাত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ পরে কুমিল্লার একটি হসপিটালে নেয়ার পথে রাত ১১টায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মনির আটিয়ার স্ত্রী তাছলিমা বেগম ১৪ আগষ্ট জসিম উদ্দিন- নাসির উদ্দিন- কামাল হোসেন ও আবদুর রাজ্জাকসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করলে আসামীরা পলাতক ছিলেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান-এটি একটি আলোচিত হত্যা মামলা। গোপন সংবাদের ভিত্তিতে মাদারিপুর জেলার জসিম উদ্দিনের শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২