লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের কতিপয় শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় আজ শনিবার (২০ ডিসেম্বর) রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে রামগঞ্জ স্মার্ট টেলেন্ট ডেভেলপমেন্ট বৃত্তি পরীক্ষা। রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে ওই কলেজের বেশ কয়েকজন প্রভাষক ও স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ওই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩৩ টি প্রতিষ্ঠানের মোট ৫১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ব্যতিক্রমধর্মী এই বৃত্তি পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান প্রত্যেক জায়গায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও নবম ও দশম শ্রেণীর কোন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না। তাই আমরা ট্যালেন্ট হান্ট হিসেবেই এই পরীক্ষার আয়োজন করেছি। এই পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা গ্রুপ থেকে মোট ৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামাতের আমির ও লক্ষীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস মানোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু,প্রভাষক হারুন অর রশিদ, প্রভাষক সমর দাস,প্রভাষক হাবিবুর রহমান ,ভাটরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮