প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৬:১০ এ.এম
রামগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী জিয়ার স্মরণসভা অনুষ্ঠিত নির্মিত হবে পাঠাগার।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও আধুনিক রামগঞ্জের রূপকার প্রয়াত জিয়াউল হক জিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়ার অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নেমেছে। স্মরণ সভা উপলক্ষে শনিবার বিকাল ৩ টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউল হক জিয়ার একমাত্র ছেলে মাশফিকুল হক জয়ের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মরহুম জিয়ার পরিবার ও শুভাকাঙ্খীরা।
রাজনৈতিক নেতাকর্মী- প্রয়াত জিয়ার অনুসারি- সামাজিক ব্যাক্তিবর্গ- সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন- জিয়াউল হক জিয়া ছিলেন আধুনিক রামগঞ্জের রূপকার। তার ভালো কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সাধারণ মানুষ জিয়াকে যে ভালোবাসা দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে।
প্রয়াত জিয়ার একমাত্র ছেলে মাশফিকুল হক জয় বলেন "আমার বাবার মতো আমিও আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন,আমি যেনো আপনাদের সাথে নিয়ে আমার বাবা জিয়াউল হক জিয়ার দেখানো স্বপ্ন পূরন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ- লক্ষ্মীপুর জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাড শামছুল আলম, জিয়ার সহধর্মিনী নাসিমা হক- সাবেক কেন্দ্রী যুবদলের সহ-সভাপতি ইমাম হোসেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী- পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা- উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম- সাবেক সদস্য সচিব পৌর বিএনপি আলমগীর হোসেন- পৌর বিএনপি সাবেক সভাপতি রফিক উল্যাহ- উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উল্যাহ- পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন- পৌর বিএনপি সদস্য আবুল খায়ের লেলিন- যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ- জেলা যুবদলের সহ-সভাপতি কামাল উদ্দিন রায়হান- জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমরান হোসেন রাছেল- পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন সাদ্দাম- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সাব্বির।
এসময় অতিথিবৃন্দ জানান- খুব শীগ্রই প্রয়াত জিয়ার স্মরণে রামগঞ্জ উপজেলা শহরে একটি পাঠাগার স্থাপন করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রফেসর হারুন অর রশিদ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২