লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই কোরআনে হাফেজ মাত্র ১৪০ দিনে পুরো কোরআন শরিফ মুখস্থ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝির গাঁও গ্রামে অবস্থিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হাফেজ মোহামুদুল্লাহ ও হাফেজ জাহিদ হোসেন এই দুই প্রতিভাবান শিক্ষার্থী স্বল্প সময়ের মধ্যে পুরো কোরআন হিফজ করে সবার নজর কেড়েছে।
হাফেজ মোহাম্মদুল্লাহ মাত্র ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পুরো কোরআন হিফজ শেষ করে মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করেছে।
হাফেজ মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলাম ছেলে। এবং হাফেজ জাহিদ হাসান রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বেল্লাল হোসেনের ছেলে
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।”
হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি জানান, “দু’জনই অত্যন্ত মনোযোগী ছিল। নিয়মিত অধ্যবসায় ও আল্লাহর মেহেরবানিতেই তারা দ্রুত হিফজ শেষ করতে সক্ষম হয়েছে।”
হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। হুজুরের পরিশ্রম আর আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।”
হাফেজ জাহিদ হাসান বলেন, “কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে এবং হুজুরদের সহযোগিতায় আমি সফলহয়েছিআলহামদুলিল্লাহ।”আমাদের জন্য সবাই দোয়া করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮