প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৪, ৪:১১ পি.এম
রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামীলীগের হামলা: সাংবাদিকসহ আহত ১৫।।

রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মিছিলে হামলা করেছে আওয়ামীলীলীগ- যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অতর্কিত হামলায় দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ শিক্ষার্থী নেছার আহম্মেদ- লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নুসরাত- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত, মোঃ আতিকুর রহমান শাকিবসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়।
আজ শুক্রবার বিকাল ৫টায় পৌর ট্রাফিক পুলিশ বক্স চত্বরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী- স্থানীয় লোকজন ও সমন্বয়ক আতিকুর রহমান মাসুদ জানান- বিকাল ৪টায় রামগঞ্জ সিটি প্লাজার সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্যবিরোধী মিছিল বের হয়ে সোনাপুর চৌরাস্তা হয়ে মিছিলটি পূনরায় রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্স চত্বরে এসে শ্লোগান দিতে থাকে।
বিকাল সাড়ে ৪টার দিকে রামগঞ্জ টাওয়ার সংলগ্ন এলাকায় জড়ো হয় উপজেলা আওয়ামীলীগ- যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
৫টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বীসহ ৫০- ৬০জন নেতাকর্মী মিছিল নিয়ে লাঠিসোটাসহ অতর্কিত হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে। এসময় ছাত্রদের এলোপাতাড়ি মারধর করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে স্থানীয় দোকান ও মসজিদে আশ্রয় নিলে সেখানেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাদের দোকান থেকে বের করে প্রচন্ড মারধর করে।
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মারধরের ছবি- ভিডিও সংগ্রহ করতে গিয়ে পৌর আঙ্গারপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ কর্মী মোঃ মিল্লাদ হোসেনের হামলার শিকার হন দৈনিক আজকের পত্রিকা রামগঞ্জ প্রতিনিধি ও রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন। এসময় হামলাকারী মিল্লাত হোসেন সাংবাদিক ফারুকের হাত থেকে ভিডিও ধারনকৃত মোবাইল নিতে টানাহেঁচড়া শুরু করে। এক পর্যায়ে সাংবাদিক ফারুককে বেশ কয়েকটি ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু জানান, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। তবে হামলার বিষয়টি তিনি জানেন না বলে দাবী করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান- পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২