প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ২:৫৭ পি.এম
রামগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম( ৬৫)নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটায় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পোলের গোড়া নামক স্থানে । তাজিয়া বেগম ওই এলাকার কারী সাহেব বাড়ির আব্দুল মন্নান এর স্ত্রী। ঘটনার সময় আব্দুল মন্নান বাড়ির পাশের একটি দোকানে ওষুধ আনতে গেলে তাজিয়া বেগমকে ঘরে একলা পেয়ে দুর্বৃত্তরাএই ঘটনা ঘটায়। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই বাড়িতে হানা দেয়। হয়তো বৃদ্ধা দুর্বৃত্তদের চিনে ফেলায় জবাই করে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
নিহতের স্বামী আব্দুল মন্নান জানান দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমার স্ত্রীকে জবাই করে আলমারি ও শোকেসের তালা ভেঙ্গে প্রায় দশ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আর কি কি খোয়া গেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। নিহত তাজিয়া বেগম দুই পুত্র সন্তানের জননী। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান গলাকাটা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২