প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৭:২৬ পি.এম
রামগঞ্জে বিষ্ণুপুর তরুন স্পোটিং ক্লাবের শিক্ষক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিষ্ণুপুর তরুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন প্রদান, কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নাঈমুল ইসলাম দিপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিসিএস -অডিট এন্ড একাউন্টস- ডিসিএ ও অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট -আনসার ভিডিপি-কামরুজ্জামান রাশেদ, জেনারেল অব বাংলাদেশ এর কন্ট্রোলার এন্ড অডিটর মহসিন দিপু,রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি ও রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক, টিওরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লামনগর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিএসসি, সাবেক শিক্ষক তোফাজ্জল হোসেন, লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বারাকাত, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজ রহমান, সহকারি শিক্ষক জাহিদুল হাসান, বিশিষ্ট সমাজসেবক অহিদ শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২