প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৭:৩৯ পি.এম
রামগঞ্জে বিকল্প সড়ক না করেই ঠিকাদার ভেঙ্গে ফেললো সেতু জনদুর্ভোগ চরমে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিকল্প সংযোগ সড়ক না করেই একমাত্র চলাচলের রাস্তার সেতুটি ভেঙ্গে ফেলেছে ফারুক হোসেন নামের এক ঠিকাদার। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে রামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কলচমা এলাকার একমাত্র যাতায়াতের সেতুটি সংযোগ সড়ক বা বিকল্প কোন সড়ক নির্মাণ ছাড়াই ভেঙে ফেলা হয়েছে। এতে এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছে।
জানা গেছে, এই সেতুটি দীর্ঘদিন ধরে কলচমা এলাকার বাসিন্দাদের জন্য অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, হাট-বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ , মুমু্র্ষ রোগী ও তাদের আত্মীয় স্বজনদের এই সেতু ব্যবহার করে চলাচল করতে হয়।
স্থানীয়রা জানান, সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের আগে বিকল্প সড়ক বা সেতুর ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে কোনো বিকল্প ব্যবস্থা না করেই সেতুটি ভেঙ্গে ফেলেছে ফলে চরম বিপাকে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ ।
স্থানীয়দের আশঙ্কা, সেতুটি ভেঙে ফেলার ফলে শিক্ষার্থী ও রোগীদের চলাচল ব্যাহত হবে, ব্যবসা-বাণিজ্যে পড়বে নেতিবাচক প্রভাব এবং সামগ্রিকভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
এ ব্যাপারে ঠিকাদার ফারুক হোসেন জানান, ব্রিজের দুই পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় সংযোগ সড়ক করা সম্ভব হয়নি। তাহলে ব্রিজ কেন ভেঙ্গে ফেলছেন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে বৃষ্টির মৌসুম চলছে। বৃষ্টি হলে ব্রিজ ভাঙ্গা সম্ভব হবে না।
উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাজ্জাদ হোসাইন জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। ঠিকাদারকে এবিষয়ে দ্রুত সমাধান করার কথা বলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২