মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
পরিচ্ছন্ন নগরী এবং প্রফুল্ল মন গড়ার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ বাঁধন ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার (৩ জানুয়ারি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ নং ভাদুর ইউনিয়নের কেথুড়ি বাজারে সকাল ১০টায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানের পর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাজার পরিস্কার রাখার লক্ষ্যে ডাস্টবিন স্থাপন করা হয়।
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি এবং কেথুড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ বলেন, "বাজার পরিষ্কার রাখার পাশাপাশি আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।"
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এটি পরিবেশের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি বলেন আমাদের দেখে সমাজের প্রতিটি স্তরের মানুষ উদ্বুদ্ধ হবে এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিবে এটাই আমাদের প্রত্যাশা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮