প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৮:৫৯ পি.এম
রামগঞ্জে ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে ধানের শীষের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিম এর পক্ষে শনিবার বিকালে উপজেলা ছাত্রদল, ৯ ইউনিয়ন ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ পৌরসভা গেট হতে শুরু হয়ে উক্ত মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এরশাদ হোসেন রোডস্থ শাহাদাত হোসেন সেলিমের নির্বাচনী কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবুর সভাপতিত্বে ও রাকিব হাসানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন,কেন্দ্রীয় যুবদলের সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় ছাত্রদলনেতা মারুপ এলাহী রনি, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিল চৌধুরী,পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না, সদস্যসচিব হুমায়ুন কবির সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু নোমান ভূঁইয়া সহ প্রমূখ নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন দেশে এখন সুসময়ের বন্ধুর অভাব নেই। সবাই এখন ত্যাগী নেতা। বক্তারা ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী মাহবুব আলম কে উদ্দেশ্য করে বলেন, আপনি গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় অস্ট্রেলিয়ায় ছিলেন আর আজ আপনি ত্যাগী নেতা সেজে গেছেন।কারো সমালোচনা করার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২