প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৯:২৬ পি.এম
রামগঞ্জে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
রামগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষক মনু মিয়ার দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে হয়েছে। রবিবার, বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও বাজারে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ধর্ষক ছোট মনু মিয়া ইউনিয়নের নোয়াগাঁও পাঠান বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছোট ছেলে।
জানা যায়, গত শুক্রবার পশ্চিম নোয়াগাঁও গ্রামের মরিয়ম নামের (৬) বছরের এক শিশুকে ছোট মনু মিয়া নামের এক পাষন্ড (৪৫) ধর্ষণ করে। মুমূর্ষ অবস্থায় ধর্ষিতার পরিবার তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে ।
ধর্ষক মনু মিয়া নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পাঠান বাড়ির মৃত আব্দুস সাত্তারেের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার বিকেলে নোয়াগাঁও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা রামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের কাছে সরাসরি অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষিতাার ডাক্তারি চিকিৎসা চলছে। আমরা যত দ্রুত সম্ভব ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২