প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৩:০১ পি.এম
রামগঞ্জে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এস.এইচ.টি.সি ফাউন্ডেশন এর উদ্যোগে আদর্শ পাঠাগার-খেলাঘরের উদ্বোধন উপলক্ষ্যে এবং আত্ন কর্মসংস্থানের লক্ষ্যে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ- শীতার্তদের মাঝে কম্বল ও খেলাধূলার সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ।
সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গাউছিয়া মার্কেটে ফিতা কেটে পাঠাগার ও খেলাঘরের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে পাঠাগার সংলগ্ন পুর্ব আথাকরা বায়তুল মামুর জামে মসজিদ মাঠে ৬ টি সেলাই মেশিন ও দুই শতাধীক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসএইচটিসি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে সাধারণ সম্পাদক রেদোয়ান হোসাইন ফয়সালের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহম্মদ, আথাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, আথাকরা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন রেজিনা মোঃ মিজানুর রহমান ও “বাঁধন” রামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহ।
এই কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের দায়িত্বে ছিলেন মুরাদ, রবিন, জাফর, সজিব, সিয়াম, নাহিদ, সাজিদ, আরমান, তামিম, আশিক, আল আমিন, জিহাদ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২