প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:৪২ পি.এম
রামগঞ্জে এন সি পি র ২১ সদস্যের কমিটি ঘোষনা

রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে মো: মাসুম বিল্লাহকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৫ জুলাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্যাডে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে ৪ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৬ জনকে সদস্য করা হয়।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও রামগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য অংশগ্রহণকারী পদপ্রার্থী মাহবুব আলম বলেন সুযোগ্য, ত্যাগি এবং পরিশ্রমীদের সমন্বয়ে রামগঞ্জে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। আশা করি এই কমিটি রামগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করতে শক্তিশালী ভূমিকা রাখবে।
মো: মাসুম বিল্লাহ বলেন দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে রামগঞ্জ উপজেলায় এনসিপিকে গণমানুষের দলে পরিনত করতে আমরা একসাথে কাজ করবো। আমাকে রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেয়ায় কেন্দ্রীয় আহবায়ক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এবং রামগঞ্জবাসীর কাছে দোয়া চাই যেনো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২