প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৬:৫০ পি.এম
রামগঞ্জে ইসলামী আন্দোলনের কম্বল বিতরণ।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১০ টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ৮জানুয়ারী সকাল ১১ টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার শাখার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কম্বল বিতরণ করা হয় ।
ইসলামী আন্দোলন উপজেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির লক্ষ্মীপুর ছদর রেজাউল করিম সেলিম আঠিয়া-
ইসলামী আন্দোলন রামগঞ্জ পৌরসভার সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসীন- উপজেলা কমিটির সহ-সভাপতি
মামুনুর রশিদ- সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন তালুকদার-
শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসাইন-
বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর হাফেজ আফতাব উদ্দিন- সাধারন সম্পাদক মাওলানা কুতুবুদ্দিন আশরাফ প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ জাকির পাটোয়ারী বলেন ইসলাম একটি সাম্য সম্প্রীতির ধর্ম- ইসলাম আমাদেরকে শিখিয়েছেন মানবতা- উদারতা যে কোন সমস্যায় মানুষের পাশে দাঁড়ানো সেটাই ইসলামের সবচেয়ে বড় আদব। অতীতের ন্যায় ভবিষ্যতে যে কোনো সমস্যায় প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ ইসলামি আন্দোলন মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন আমাদের এ দান মানুষ কে খুশি করার জন্য নয় এ দান আল্লাহকে খুশি করার জন্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২