প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:১৬ পি.এম
রামগঞ্জে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে আজ ১৮ জুলাই শুক্রবার বিকালে শহরের জিয়া অডিটোরিয়ামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আহবায়ক মোঃ হাফিজ আহমেদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও রামগঞ্জ পৌরসভা বিএনপি'র যুগ্ন আহবায়ক এবং রামগঞ্জ আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ গিয়াস উদ্দিন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিরন,পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক আবুল হাশেম বি এ।প্রধান অতিথির ভাষণে গিয়াস উদ্দিন পলাশ বলেন রাজনীতির অঙ্গনে বাংলাদেশ আজ একটি ক্রান্তিকাল সময় পার করছে, বাংলাদেশের আকাশে এখনো কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কটুক্তি চলছে, ষড়যন্ত্র চলছে, আজকেরে সভাথেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। আপনারা সবাই চোখ-কান খোলা রাখবেন। বিএনপিকে নিয়ে আর কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন কন্ট্রাকটর, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম মজুমদার সহ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন কাঁচা বাজার জামে মসজিদের মাওঃ ফরিদ আহমেদ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২