লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে দুই দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন। জানা গেছে রামগঞ্জ উপজেলার২ নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজারে বুধবার দিবাগত রাত দেড়টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে জয়নাল আবদীন ও শামীম হোসেনের দুটি মুদি দোকান পুড়ে সম্পূর্ণ ভূষ্মিভূত হয়ে যায়।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। রামগঞ্জ ফায়ার সার্ভিস এর ইউনিট লিডার মোহাম্মদ নুরুল আফসার জানান ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে আগুনের সূত্রপাত
হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮