প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৭:৫৯ পি.এম
রামগঞ্জে অস্ত্র মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
অস্ত্র মামলাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা মোঃ মাসুম (৩৬) কে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেন।
মোঃ মাসুম রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ভূইয়া বাড়ীর জাফর আহম্মেদের ছেলে। তিনি গত ৫আগষ্ট থেকে পলাতক ছিলেন।
সোহেল নামের লামচর গ্রামের একজন বাসিন্দা জানান, মাসুম একজন চিহ্নিত সন্ত্রাসী। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এলাকার লোকজনকে জিম্মি করে রেখেছেন দীর্ঘদিন। তার হুমকিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিগত দিনে ভীতির মধ্যে দিনযাপন করতেন। ৫ আগষ্টের পর থেকে সে এলাকা ছেড়ে দিয়ে ঢাকায় ব্যবসা করে আসছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় অস্ত্র মামলা রয়েছে। ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২