প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৭:১৬ পি.এম
রামগঞ্জে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
হয়েছে ।
সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে এ অগ্নি নির্বাপণ মহড়া উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ, এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাশার, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মোঃ নূরুল আাবছার, জিয়া শপিং কমপ্লেক্স কমিটির সমন্বয়ক জাকির হোসেন হেলাল, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ প্রমুখ।
মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নি কান্ড সংঘটিত হলে কি ভাবে তা মোকাবেলা করতে হবে সে সম্পর্কে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
বাসা বাড়ি ও মার্কেটে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কি ভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২