প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১১:১৬ এ.এম
রামগঞ্জের লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
প্রতিটি মা এক সুরভিত ফুল- প্রতিটি ঘর হবে এক একটি স্কুল- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও মা সমাবেশ আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমেদ খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইমরান হোসেন- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার- বিদ্যলয়ের সাবেক সভাপতি নূরুল আনোয়ার খাঁন জিবু রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওঃশাহ মোঃ আবদুল্লাহ রামগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক আরিফ- এ সময় বক্তব্য প্রদান করেন অভিভাবক জয়নাল আবেদীন মন্নান -রুহুল আমিন- জসীমউদ্দিন-ফখরুল ইসলাম সেলিম- আলী আকবর প্রমূখ।অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন মেহেদী হাসান তুহিন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইমরান হোসেন বলেন মা ই হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক- একজন মায়ের অনুপ্রেরণায় একজন শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারন হয়।তাই মায়েদেরকে অধিক সচেতন হতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২