প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১২:৫১ পি.এম
রামগঞ্জের নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও চড়ুই ভাতি অনুষ্ঠিত।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল- ও চড়ুই ভাতি অনুষ্ঠান আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চড়ুই ভাতির উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জর্জকোর্টের বিশিষ্ট আইন জীবি এডভোকেট এমরান হোসেন- প্রধান শিক্ষক আবদুল মতিন পাটোয়ারী- প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার- সহকারী শিক্ষক মোঃ মাসুদ হোসেন- সহকারী শিক্ষক মোঃ হাসানুজ্জামান- সহকারী শিক্ষক আমজাদ হোসেন-সহকারী শিক্ষক মোঃ সালাহউদ্দিন- সহকারী শিক্ষক শাকের আহমেদ-সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে সহকারী শিক্ষা অফিসার ইমরান হোসেন বলেন এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি অনুপ্রাণিত করে। প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করা উচিত। তিনি বলেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার তার ব্যতিক্রম ধর্মী কাজের জন্য ২০২৪ইং সনে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। আমি তার এ শ্রেষ্ঠত্বের জন্য সাধুবাদ জানাই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২