রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বাংলালিংকের মানবসম্পদ বিভাগের প্রধান মঞ্জুলা মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলালিংক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ শামসুল আরেফিন, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. এমরান হোসেন, অফিস অব দি ইন্টারন্যাশনাল আফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮