রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের আয়োজনে প্রথম বারের মত আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 'শীত আগমনী উৎসব ১৪২৯'। শুক্রবার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জাজান চারুকলা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলী।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী উম্মে রুম্মান অভি। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বরাবরই বৈচিত্র্যময় ঋতুবরণ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এবছর আমরা চারুকলা অনুষদের তিন বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিত প্রয়াসে আগামী ১২ ডিসেম্বর (সোমবার) চারুকলা অনুষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শীত আগমনী উৎসব -১৪২৯ আয়োজন করতে যাচ্ছি। এবারের উৎসবের মূল আকর্ষণে থাকছে ঢেঁকির ডামি, কারুকার্যে সজ্জিত সূর্যমুখী ফুলের বাগান , অতিথি পাখি সজ্জিত বটগাছ এবং পদ্ম পুকুর । আপনারা জানেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে ঢেঁকির সম্পর্ক অতিপ্রাচীন।'
তিনি আরও বলেন, 'এককালে ঢেঁকিতে ধান ভানার পর প্রাপ্ত চাল ভিজিয়ে ঢেঁকির মাধ্যমেই গুড়ো করে আটা তৈরি করা হতো। কালের বিবর্তনে গ্রাম বাংলায় এখন আর ঢেঁকির প্রচলন নেই। আমরা এবারের উৎসবে তাই ঢেঁকির ডামির মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে আমাদের সেই প্রাচীন সংস্কৃতিকে তুল ধরতে চাই।'
দুটি পর্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হবে সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায়। প্রথম পর্বে থাকবে- 'শীত আগমনী উৎসব ১৪২৯' এর উদ্বোধনী , আলোচনা সভা, চারুকলা অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং আনন্দ র্যালী । দ্বিতীয় পর্বে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্টানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাবির মাননীয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার , বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপ - উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮