রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গরু-ছাগল সামনে নিয়ে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব।
বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়।
রাবি আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা ফয়সাল আহমেদ রুনু বলেন, 'কাতার বিশ্বকাপ-২০২২ কে কেন্দ্র করে মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উৎদ্দীপনার কমতি ছিলো না। মেসির হাতে যখন কাপ উঠেছে তখন আর্জেন্টিনা সমর্থকদের মাঝে আরো উদ্দীপনা বেড়ে গেছে। রাবি আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের পক্ষ থেকে গরু-খাসি খাওয়ার আয়োজন করা হয়েছে। এই আনন্দটা শুধু আর্জেন্টিনা সমর্থকদের নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যন্য দল সমর্থকদের মধ্যে ভাগাভাগি করতে চাই।'
বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি আসাদুল্লাহ হিল গালিব বলেন, 'আমরা 'রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যান ক্লাব' একটি মধহ্নভোজের আয়োজন করেছি। যেখানে ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ফ্রান্সের সমর্থক গোষ্ঠীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পাবে। গত এক মাস আমরা নানা তর্কে বিতর্কে জড়িয়েছি। অনেক সময় আমরা কাছের বন্ধুর সাথে এ বিষয়ে মনমালিন্য হয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে। এ উৎসবে আমরা উৎসবের আয়োজন করেছি এবং এ উৎসবে সবাইকে আংশগ্রহন করার জন্য আহবান জানাচ্ছি।'
প্রসঙ্গত, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের আনন্দে রাবিতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মধ্যহ্নভোজের আয়োজন করবে । মধ্যহ্নভোজের জন্য প্রায় চার শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৯৯ টাকা চাঁদা ধরা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮