রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
রাবি’র ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মিলিত হয়। র্যালি শেষে আইন বিভাগের ২৪৫ নং কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, 'পিডিএফ আমার প্রাণের সংগঠন। আমি শুরু থেকেই পিডিএফের সাথে আছি। সকলের সুবিধার জন্য প্রত্যেকটি ভবনে লিফটের ব্যবস্থা করার চেষ্টা করছি। হলগুলোতে নিচতলায় টয়লেট স্থাপনের কাজ শুরু করে দিয়েছি। আমরা তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের সম্মিলিত শক্তির মাধ্যমে সবাই একসাথে এগিয়ে যাব। আগে প্রতিবছর ৫ জনকে বৃত্তি প্রদান করা হতো। এখন থেকে প্রতিবছর ১০ জনকে বৃত্তি প্রদান করা হবে।'
রাবি পিডিএফের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, হল প্রাধ্যক্ষের আহ্বায়ক ড. সুজন সেন, পিডিএফ উপদেষ্টা গোলাম কিবরিয়া ফেরদৌস, পরিবহণ প্রশাসক মোকছেদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিডিএফ সকল ধরনের প্রতিবন্ধী- অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অধিকার ভিত্তিক একটি সেচ্ছাসেবী সংগঠন। পিডিএফ ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সারা দেশে প্রতিবন্ধীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য মুক্ত শিক্ষাঙ্গন সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজ করছে পিডিএফ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮