জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
যুক্তরাজ্যের ওল্ডহ্যামের সবার পরিচিত ও স্বনামধন্য সংগঠন “রাণীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ-ওয়েষ্ট ইউকে” এর নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ খালেদ আহমদ। মোঃ তকলিছ মিয়ার সভাপতিত্বে ও হাজী ছালিক মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা হাজী আরজু মিয়া, হাজী লতিফুর রহমান, হাজী শাহনুুর মিয়া, মোঃ মাহমদ মিয়া ও রনজিত তালুকদার। বক্তব্য রাখেন নব-গঠিত কমিটির সহ-সভাপতি এনামুল হক, খালেদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, অর্থ সম্পাদক আমির উদ্দিন, সহ-অর্থ সম্পাদক সাব্বির আহমদ খান।
এতে উপস্থিত ছিলেন আব্দুল মতিন, ওলিউর রহমান তুহিন, আব্দাল মিয়া, মোঃ লকুস মিয়া, জামান আহমদ নোমান, আব্দুর রব লিটন প্রমূখ। সভায় সংগঠনের সকল নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে ও সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮