এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।
রাঙ্গনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ায় বৃহত্তর রাজাভূবন শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যােগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) বিকেলে দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় আবিদপাড়া একাদশ ও খন্ডলিয়া পাড়া একাদশ। খেলায় আবিদ পাড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খন্ডলিয়া পাড়া একাদশ।
খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় গোল করেন খন্ডলিয়া পাড়া একদশের মুন্না এবং বিরতির পর ২য় গোল করেন মোঃ খোকন।
খেলা উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক আহমদ তালুকদার।
উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে উক্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো ইউনুচ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম মন্ডল, মাস্টার ওমর ফারুক, মোঃ আজিজ হোসেন, হেলাল সিকদার, মুসলিম সিকদার ও নাজিম উদ্দীন সিকদার।
খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন মোঃ সরোয়ার ও সেরা গোল রক্ষক হন মোঃ এনাম।
খেলা শেষে বিজয়ী দলের চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
খেলা পরিচালনা করেন মাস্টার অমিতোষ বড়ুয়া। সহযোগি ছিলেন, আরাফাত সিকদার ও মোঃ এমদাদ উদ্দিন।
খেলায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করে।
খেলার পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি রাজারহাট বাজারে অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদের অফিস উদ্বোধন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮