মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখপূর্বক আ’লীগের ৩৪৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার -২৯ আগষ্ট- রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সম্প্রতি অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন ও জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিউজ্জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলা- ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৪৪ জন রয়েছে। এতে গালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাজাপুর প্রেসক্লারের নির্বাহী সদস্য টুটুল ও সাবেক এমপি বিএইচ হারুনের এম্বাসেডর মেরিন ফিসারিজ অফিসার রাজাপুর প্রেসক্লাবের সদস্য মাহমুদ হাসানের নামও রয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়- ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করলে আসামিরা লোহার রড- হকস্টীক- জিআইপাইপ- রামদা- চায়নিজ কুড়াল- ছ্যানাসহবিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। দলীয় কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। পিস্তল দিয়ে খুন করার উদ্দেশ্যে দুই তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আসবাব- অন্য মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া অফিসের স্টীল আলমারীর মধ্যে থাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এবং অফিসের মূল্যবান চেয়ার- কম্পিউটার- টিভি- ফাইল কেবিনেট ও অন্যান্য আসবাবপত্র যাহার মূল্য দুইলক্ষ টাকার মালামাল নিয়া যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মু. আতাউর রহমান জানান, আসামীদের গ্রেফতারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮