প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৭:২৮ পি.এম
রাজাপুরে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে জনপ্রতি একটি করে বকনা বাছুরসহ অন্যান্য সহায়ক উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি রিফাত আরা মৌরি বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশীয় মাছ ও জলজ সম্পদ সংরক্ষণেও এ প্রকল্প কার্যকর ভূমিকা পালন করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২