মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরের উপজেলার কেওতা গ্রামের মামুন হোসেন নামে এক ব্যক্তির বসতঘরে হামলা ভাঙচুর লুটপাট ও টাকা ছিনতায়ের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার -৩০ আগষ্ট- ঝালকাঠি আদালতে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন বিকেলে কেওতা গ্রামের নাসির উদ্দিনের ছেলে মামুনের বসতঘরে হামলা ভাঙচুর ও টাকা ছিনতাই করে মারধর করেন আসামিরা।
বাদীর আইনজীবী আল মাহাবুব সুমন জানান- ঝালকাঠি দ্রুত বিচার আদালতের বিচারক মো. মনিরুজ্জামান রাজাপুর থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান- আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮