প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৬:৪৪ পি.এম
রাজাপুরে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষক সাময়িক বরখাস্ত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এস.কে. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের একাধিক ছাত্রী লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে জানান, শিক্ষক নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য, কু-প্রস্তাব ও শারীরিকভাবে হেনস্তা করে আসছিলেন। এমনকি ক্লাসরুমে নিজের মোবাইল ফোন থেকে আপত্তিকর ভিডিও দেখাতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, শিক্ষক ছাত্রীদের গায়ে হাত দেওয়া, নুপুরের শব্দে ‘শরীর শিহরিত হয়’ এমন মন্তব্য, বোরকা এলোমেলো থাকলে ‘সব দেখে ফেলেছি’ বলা, তার বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাবসহ বিভিন্ন অশালীন ও আপত্তিকর আচরণ করেছেন। ছাত্রীদের একাধিকবার মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ারও প্রস্তাব দেন তিনি।
অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ক্লাসে কখনো কথার রসিকতা করে থাকি, হয়তো কোনো কথায় ভুল হতে পারে। তবে যদি অভিযোগে প্রমাণ থাকে, তা দেখানো হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আকন বলেন, “ছাত্রীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে অভিযুক্ত শিক্ষকের বক্তব্যের সঙ্গে মিল পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. হারুন-অর-রশীদ বলেন, “আমি নিজে বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২