মো:মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার
৩রা ফেব্রুয়ারি, রোজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মন্দিরে সরস্বতী পূজামন্ডপ পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় ছাত্রদলের যুগ্মআহ্বায়ক এস এম মাহমুদুল মিঠু, আবির হাসান হিমেল,জাকির হাসান,নাহিদুজ্জামান নাহিদ,আর রাফি খান,আবু সায়েদ,মো.মেহেদী হাসান,রাসেল বাদশা সহ ছাত্রদলের অনেক নেতা কর্মী উপস্হিত ছিলেন।
এসময় ছাত্রদলের নেতা কর্মীরা পূজা,পরিচালনা কমিটির সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবির হাসান হিমেল বলেন আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে থাকতে চাই,রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সকল সাম্প্রদায়িকতা থেকে মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল মিঠু বলেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও সুবিধা প্রাপ্তিতে নিরালস কাজ করে যাচ্ছি। আমারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সাম্প্রদায়িক শক্তিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৌরিতে সহযোগিতা করব।
উল্লেখ্য যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরস্বতী বিদ্যার দেবী হিসেবে পরিচিত।