মো:মেহেদী হাসান
স্টাফ রিপোর্টার।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের -রাবি- সৈয়দ আমীর আলী হল-শহীদ হবিবুর রহমান হল- মতিহার হল- মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে শনিবার দিবাগত রাতের
কোনো এক সময়ে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করে। আজ রবিবার সকালে এই ঘটনা জানা
যায়।এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।এছাড়া শহীদ হবিবুর হলের মসজিদের দেয়ালে ইসকনের চিহ্ন -প্রতিক আঁকানো হয়েছে।উক্ত ঘটনায় সরাসরি কাউকে জড়িত পাওয়া যায় নি তবে চলছে তদন্ত । শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র ও ক্রপ সায়েন্সেস টেকনোলজি বিভাগের ছাত্র রাসেল বাদশা বলেন আমরা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল মিঠু বলেন আমরা ধর্ম নিয়ে ন্যাক্কারজনক অপরাজনীতির চর্চা চায় না- আমরা সব ধর্মের মানুষ একসাথে থাকতে চাই। তিনি এ ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি চান। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য সকলকে শান্ত থাকার আহ্বান জানান।
এই ঘটনা তদন্তে কর্তৃপক্ষ ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। উপ-উপাচার্য -শিক্ষা- প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই কমিটিকে ৩ কার্যদিবসের
মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী স্হান পরিদর্শন ও আলামত সংগ্রহ শুরু করেছে।